কিভাবে কোডিং না করে, গ্রাফিক্যালি একটা এন্ড্রোয়েড এপ বানানো যায়? এবং গুগল প্লে স্টোরে সাবমিট করা যায়?
- আমরা কত এপ-ই না ইউজ করি, এন্ড্রোয়েড আসার পর ত এপ যেন মিলিয়ন কোটি ছাড়িয়ে গিয়েছে। অথচ এই মিলিয়ন কোটি ইউজারের মধ্যে কিছু এপ আছে যাদের আমরা একসেপশনাল হিসেবে ইউজ করি। স্বাভাবিক জীবন যেন অচল এই এপগুলো ছাড়া। কিন্তু যারা কষ্ট করে এসব এপ বানাচ্ছে, তাদের কি লাভ হচ্ছে? বেশির ভাগ এপ-ই ত ফ্রি তে নামাই আমরা, ফ্রি না পেলেও মোড করে নিতে দু-মিনিট ভাবতে হয়না আমাদের।
আর এইসব ফ্রি সার্ভিস দেয়া এপ গুলোর বেশির ভাগ - ই দেখি আমরা এডস দিয়ে ভর্তি। এসব এডস কেন দেয়? কেমন ইনকাম হয় এসবে? আদৌ কি ইনকাম হয়??
- আপনার জ্ঞাতার্থে বলছি, আপনার একটা এডস দেয়া এপ যদি দশ হাজার মানুষ কনটিনিউয়াস ইউজ করে আপনি প্রতি মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন! বিশ্বাস হয়?
না হলে গুগলে সার্চ দিয়ে দেখে আসুন Shareit এপটির প্রতি দিন ইনকাম কত লাখ টাকা?
এখন নিশ্চই মনে মনে ভাবছেন আমি কেন বসে আছি? আমিও ত এমন একটা এপ বানাতেই পারি!
এপ বানাতে কি লাগে?
- কোডিং নলেজ বা না হলেও হবে
- আইডিয়া, কেমন টাইপের এপ বানালে বেশি মার্কেট খাবে
- কিছু মেগাবাইট খরচ।
- ২৫ ডলার দিয়ে প্লে স্টোরে একটি একাউন্ট।
আর কিছু দরকার নেই।
১। কোডিং নলেজ দরকার?
- কোডিং নলেজ হলে ভাল, জাভা পারেন, সি-প্লাস প্লাস পারেন? বা পাইথন? বা এঙ্গুলার জেএস? চলবে । যেকোন একটা পারলেও চলবে। আবার কোন কোডিং ও যদি না পারেন তবুও চলবে।
- কোডিং জানলে সুবিধা হলো, যেভাবে ইচ্ছা আপনার ঠিক সেভাবে মনের মত করে এপ বানাতে পারছেন। কোন রেস্ট্রিকশন নেই।
- কোডিং না জানলে অসুবিধা হচ্ছে, আপনাকে কিছু লিমিটেড স্টাইল লে-আউট এবং টুলস দিবে, সেগুলো ব্যাবহার করে আপনার এপ বানাতে হবে। হয়তো কপিরাইট থাকবে অন্য কোন কোম্পানির নাম বা না ও থাকতে পারে।
তবে এপ বানানোই যদি লক্ষ্য হয় তাহলে বলব, এই লিংকে যান, কোডিং শিখুন।
আর টাকা ইনকাম যদি লক্ষ্য হয়, তাহলে এই পোষ্ট টি আপনাকে সে নির্দেশনা দিবে।
২। আইডিয়াঃ
আইডিয়া এপ বানানোর জন্য এবং টাকা ইনকামের জন্য প্রথম এবং প্রধান স্টেপ।
আপনার আইডিয়া লাগবেই। মার্কেটে পাব্লিক কি কি এপ বেশি খুজে, কি কি এপ বেশি দরকার পরে? কি টাইপের এপ বানালে চলবে ভালো? এগুলো মাথায় রাখতে হবে।
- হতে পারে একটা টিভি দেখার এপ, বা ইনফরমেশন টাইপ এপ বা বই গল্প উপন্যাস পড়ার এপ।
যেকোন কিছুই হতে পারে। সো, আইডিয়া লাগবে।
৩। কিছু মেগাবাইট খরচঃ
- এই পোষ্টে কিছু টুলস এবং টিউটোরিয়াল দিব, যা আপনাকে ডাওনলোড বা স্ট্রিম করে দেখতে হবে। এবং সে অনুযায়ী আপনাকে এপ বানাতে হবে। আমরা গাইড লাইন দিব আপনি আপনার আইডিয়া মত কাজ করবেন।
৪। ২৫ ডলারঃ
এটা লাগবেই। Google PlayStore এ এপ সাবমিটের জন্য আপনাকে প্রথমবার ২৫ডলার দিয়ে একটা একাউন্ট খুলে নিতে হবে, এটা আপনি টিম করেও করতে পারেন। বা একা-ও করতে পারেন। একবার একাউন্ট খুলে ফেললেই আপনি সারাজীবন আনলিমিটেড এপ আপলোড করে যেতে পারবেন।
ভালো একটা মাস্টার কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনাকে টাকাটা পে করতে হবে।
এখন চলুন জেনে নেই, ইনকাম কিভাবে হবে?
- ইনকামের জন্য যা না তা বিশ্বাস করে বসবেন না। আমরা আপনাকে সাজেস্ট করব, এড দেয়ার জন্য গুগল এডমোব ইউজ করবেন, অনলাইনে আরো অনেক এড কোম্পানি আছে যেমন আরেকটি পপুলার হলো এপ নেক্সট।
কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করব, আপনি এডমোবেই সন্তুষ্ট থাকুন। কারন আপনি কোডিং না করে এপ বানাচ্ছেন। এডমোব নিয়ে বিস্তারিত আমাদের দেয়া নিচের ভিডিও টিউটোরিয়াল এই পাবেন।
কিছু টিপ্সঃ
- একটা ফ্রেস গুগল একাউন্ট
- একাউন্ট এ ঢোকার সময় ভিপিএন ইউজ করবেন না।
- নিজের এপ নিজে ডাওনলোড করবেন না, এড দেখবেন না।
- এপ প্রোমট এর জন্য ফেসবুক বুস্টিং ইউজ করুন।
সফটওয়ারঃ
১। APK Easy TOOL : Windows এর জন্য এটি। এটি দিয়ে যেকোন android app ভেঙ্গে ভেতরে কি কি কোডিং আছে দেখতে পারবেন। এটি কাজে লাগবে কোন ডেটা কপি করতে ।
২। Google Chrome Beta : এটি windows এর জন্য। শুধুমাত্র গুগল প্লে স্টোরে এক্সেস করার জন্য এবং এপ বানানোর জন্য ইউজ করবেন।
৩। Canva : APP এর লগো, ব্যানার, থাম্নাইল কভার বানানোর জন্য এটি একটি অননাইল এপ।
৪। apk editor pro : এটি আপনার Android phone এর জন্য, যেন যেকোন এপ আপনি ভেঙ্গে ফোনেই দেখতে পারেন।
৫। HACK APP DATA : এটিও আপনার Android phone এর জন্য, যেন যেকোন এপ আপনি ভেঙ্গে ফোনেই দেখতে পারেন।
৬। Notepad++ : এটি আপনার পিসির জন্য, টেক্সট এডিটিং এর জন্য।
৭। Sublime TEXT : এটি আপনার পিসির জন্য, কোড এডিটিং এর জন্য।
৮। Packet Capture : এটি আপনার ফোনের জন্য, যেন দেখতে পারেন যেকোন এপ এর ইন্টারনেট কানেকশন রান থাকলে, কি কি ইনকামিং এবং আউটগোয়িং ডেটা এবং URL এ একসেস নেয়।
৯। Fiddler : এটি আপনার পিসির জন্য, যেন দেখতে পারেন যেকোন এপ এর ইন্টারনেট কানেকশন রান থাকলে, কি কি ইনকামিং এবং আউটগোয়িং ডেটা এবং URL এ একসেস নেয়।
টিউটোরিয়াল ১ঃ
ওয়েবসাইট লিংকঃ CLICK HERE
টিউটোরিয়াল ২ঃ
ওয়েবসাইট লিংকঃ CLICK HERE
thunkable er app.thunkable theke hobena?
ReplyDeletePost a Comment